গুন্টার গ্রাস। নোবেল বিজয়ী বিশ্ববরেণ্য জার্মান সাহিত্যিক। ২০১২ সালে তিনি বিশ্বব্যাপী নতুন করে আলোচিত হয়েছিলেন জায়নবাদী ইসরাইলের বিরুদ্ধে কলম ধরে। তিনি ইসরাইলকে বিশ্বশান্তির জন্য হুমকি হিসেবে চিত্রিত করেছেন। ৪ এপ্রিল, ২০১২ সালে জার্মানীর বনেদি দৈনিক সুডডয়েচে যাইটুং পত্রিকায় ‘‘ভাস গেস্কাট ভেরডেন মুস’ শিরোনামে একটি কবিতা ছাপা হয়। পরদিন ৫ এপ্রিল বৃটিশ মিডিয়া দি গার্ডিয়ানে কবিতাটি ‘What Must Be Said’ শিরোনামে প্রকাশিত হয়। বাংলায় কবিতাটি ‘যে কথা বলতেই হবে’ শিরোনামে সে সময় বিভিন্ন মিডিয়ায় ছাপা হয়েছিল। ৭০ লাইনের এ কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে সর্বত্র আলোচনার ঝড় ওঠে। ১৯৯৯ সালে নোবেল প্রাইজ প্রাপ্ত জার্মান এই সাহিত্যিক কবিতাটির জন্য ইসরাইলে নিষিদ্ধ হয়েছেন। পাঠকদের জন্য কবিতাটি পুনরায় দেয়া হলো।